Online earning

  অনলাইনে উর্পাজন: অনলাইনে উর্পাজন করার বিভিন্ন উৎস আছে। বাংলাদেশের মত দেশে যেখানে চাকরির সংকট সেই সব দেশের জনগনের জন্য অনলাইনে উর্পাজন বেশ গুরুত্তর্পূণ। প্রথমত, আপনাকে জানতে হবে কি ভাবে উর্পাজন করা যায়। এর জন্যে আপনাকে ইন্টারনেট সর্ম্পকে কিছুটা ব্যবহার জানতে হবে। যে সব প্রতিষ্টান এই ধরনের বিষয়ে শেখান তাদের সহযোগিতা নিতে পারেন। আউটর্সোসিং এর কাজ করার জন্য যুবক যুবতীদের উদ্বুদ্ধ করতে হবে। আউটর্সোসিংয়ের বিভিন্ন কাজ রয়েছে, যেমন- ডাটা এন্ট্রি, ওয়েবসাইট তৈরির কাজ, গ্রাফিক ডিজাইন, গেইম তেরী ইত্যাদি। কোন কাজ আপনার জন্য উপযুক্ত বা কোন কাজে আপনি দক্ষ, তা র্নিধারন করে শুরু করুন। কাজ না বুঝে কাজ গ্রহন করবেন না। সঠিক ভাবে কাজ সম্পন্ন না করলে আপনার কাজ বাতিল করে দিতে পারে। তাদের কাজ গুলো ইংরেজীতে বলা থাকবে, আপনাকে ইংরেজী বুঝতে হবে। আপনি নিজের নামে একটা ওয়েবসাইট কিনে সেটাতে বিভিন্ন প্রতিষ্টানের বিজ্ঞাপন দিয়ে আয় করতে পারেন। আউটর্সোসিং এর কাজের ওয়েবসাইট হল: www.upwork.com

বাংলাদেশ: আমাদের দেশ বাংলাদেশ। প্রত্যেক সুনাগরিকের দায়িত্ব হল নিজ দেশের উন্নতি ও মঙ্গল কামনা করা। দেশের উন্নতি নির্ভর করে মানুষের উপর। সরকার একার পক্ষে সম্ভব নয়। দেশের জনগনকে সুশিক্ষায় শিক্ষিত গতে হবে। বাংলাদেশে ৬৪টি জেলা। ঢাকা বাংলাদেশের রাজধানী, চট্টগ্রাম বানিজ্যিক রাজধানী। এর আয়তন ১,৪৭,৫৭০ র্বগ কিলোমিটার। রয়েছে সুন্দর জায়গা: (বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত) কক্সবাজার, রাঙ্গামাটি, সুন্দরবন। বিশ্বের প্রাকৃতিক সপ্তাসর্চজ্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিন ওয়েবসাইট, শিক্ষা মানুষকে নীতি, আদর্শ, সত্যনীষ্ঠা হতে শেখায়। জীনিস পত্রের দাম কম লাভে বিক্রি করুন। দেশ ও মানুষের কল্যানে অবদান রাখুন। আল্লাহ আপনার ব্যবসায়ে বরকত দিবেন। যেখানে সেখানে গাড়ি পাকিং করবেন না, এতে মানুষের যাতাযাতে কষ্ট হয়। অযথা মানুষকে গালি দিবেন না, মানুষের সাথে ঝগড়া করবেন না। মেযে/মহিলাদেরকে রাস্তায় বা ফোনে বিরক্ত করবেন না । তারা আপনার মা-বোনের মত। ঘুষ ও সুদ বর্জন করার চেষ্টা করুন। বিয়ের পরে পরিবার পরিকল্পনা করুন। বেকার বসে না থেকে, কোন কাজ ছোট মনে না করে, নিজেই নিজের কমসংস্থান সৃষ্টি কওে উপার্জন করুন।          

No comments:

Post a Comment