Mohammad (S.)

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহন করেন ৫৭০ খৃষ্টাব্দে। বিশ্বনবী (সাঃ) এর মাতার নাম আমিনা এবং পিতার নাম আবদুল্লাহ। বিশ্বনবী মানুষ হলেও তিনি নূরের তৈরি। আর সকল মানুষ মাটির তৈরি। বিশ্বনবীর উত্তম চরিত্র ছিল। যার জন্য এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, যার নাম আল্লাহ তাআলার নামের পাশে, যিনি আল্লাহর ব›ধু, আল্লাহর পরে যার অবস্থান, যিনি আমাদের রাসুল তিনি সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)। বিশ্বনবীর ছায়া ছিল না। রাসুল (সাঃ) এর দুধমা/দাত্রিমা হালিমা। ছোট বেলা থেকে তিনি শান্তশিষ্ট ছিলেন। রাসুল (সাঃ) এর জন্মের পরে পিতা মারা যায় এবং ছয় বছর বয়সে মাতাকে হারান। এর পর দাদা আবদুল মোতালেব বিশ্বনবীকে লালন পালন করেন। রাসুল (সাঃ) এর আট বছর বয়সে দাদাকে হারান। এর পর চাচা আবু তালেব রাসুল (ষাঃ) কে লালন পালন দায়িত্ব নেন। রাসুল (সাঃ) মরভূমিতে মেষ চরাতেন। পরে তিনি চাচার সাথে ব্যবসায়ের কাজে জড়িত হন। রাসুল (সাঃ) এর সত্যবাদিতার জন্য লোকে উনাকে “আল আমিন” বলে ডাকত।  আল আমিন অর্থ বিস্বাশী। রাসূল (সাঃ) ছিলেন অত্যান্ত সুন্দর। রাসুল (সাঃ) এর ব্যবহার ছিল কোমল। হযরত খাদিজা (রাঃ) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি উনার ব্যবসায়ে একজন প্রতিনিধি হিসাবে রাসুল (সাঃ) কে নিযুক্ত করেন। রাসুল (সাঃ) এর কাজের সততা, সত্যবাদিতা, ন্যায় নিষ্টা ও কোমল চরিত্র হযরত খাদিজা (রাঃ) কে মুগ্ধ করে। তিনি রাসুল (সাঃ) কে বিয়ে করার জন্যে প্রস্তাব পাঠান। খাদিজা (রাঃ) এর আগে একটা বিয়ে করেন এবং ঐ স্বামী মারা যায়। খাদিজা (রাঃ) এর বয়স ছিল ৪০ বছর এবং রাসুল (সাঃ) এর ২৫ বছর বয়স। চাচার অনুমতি নিয়ে রাসুল (সাঃ) বিয়ে  করেছেন খাদিজা (রাঃ) কে। রাসুল (সাঃ) মানুষের কল্যানের জন্যে হেরা গুহায় অনেক দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তিনি চিন্তা করতেন, “কে আমাকে সৃষ্টি করেছেন? কে এই পৃথিবী সৃষ্টি করেছেন? কে মানুষ, পৃথিবী, চাদঁ, সূর্য্য সৃষ্টি করেছেন এবং কেন? হঠাৎ একদিন জীবব্রাইল (আঃ) যিনি আল্লাহর ফেরেসতা তিনি ওহি নিয়ে আসলেন রাসুল (সাঃ) এর কাছে।  চলবে...........

No comments:

Post a Comment